আজাদী
বাঁশখালীতে চলন্ত কারে আগুন

বাঁশখালীতে চলন্ত কারে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে চলন্ত কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়ন বাণীগ্রাম নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। আগুনের ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ডাক্তার জয়নাল আবেদীন নামে এক চক্ষু চিকিৎসকের মালিকানাধীন মাইক্রোবাসটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে জানান কার ড্রাইভার মো. রবিউল। স্থানীয়রা সূত্রে জানা যায়, দক্ষিণ দিক থেকে চট্টগ্রাম শহরের যাওয়ার পথে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজার এলাকায় আসলে হঠাৎ কারটিতে আগুন লেগে যায়, পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার সময় গাড়িতে স্থানীয় দুই সাংবাদিক যাত্রী ছিল বলে জানা যায়,তবে চালকের দক্ষতায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটির সামনের ইঞ্জিল পুড়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সড়কে প্রায় ৩০ মিনিট দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে।
Published on: 2024-04-26 19:07:33.602718 +0200 CEST