আমাদের সময়
বিদ্যুতের ছেঁড়া তারে মা ও দুই সন্তানের মৃত্যু

বিদ্যুতের ছেঁড়া তারে মা ও দুই সন্তানের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢাল মারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামের বাসিন্দা রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম (৩০), তার মেয়ে রেজভী আক্তার (৯) ও ছেলে সালমান (৫)। নিহতের প্রতিবেশী ফরিদা বেগম জানান, রিয়াজ মোল্লার বাগানের ভিতর দিয়ে পল্লী বিদ্যুতের তার পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছে। দুদিন আগে ওই তার ছিঁড়ে বিভিন্ন গাছসহ মাটিতে পড়ে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ মোল্লার পাঁচ বছরের ছেলে সালমান গাছ থেকে লেবু ছিঁড়তে গেলে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয়, সালমানের চিৎকার শুনে তার মা সোনিয়া বেগম সন্তানকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। মা ও ভাইকে খুঁজতে গিয়ে সোনিয়ার নয় বছরের মেয়ে রেজভী আক্তার বিদ্যুৎপৃষ্ট হন। তিনি জানান, এ ঘটনা দেখে প্রতিবেশী আমেনা বেগম চিৎকার করলে স্থানীয়রা এসে পল্লী বিদ্যুৎ অফিসকে জানায়। বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে তাদের নিথর মরদেহ উদ্ধার করা হয়। রিয়াজ মোল্লার সংসারে দুই বছরের একটি ছেলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাকেরগঞ্জ পল্লী বিদ্যুতের অবহেলায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। বরিশাল পল্লী বিদ্যুৎ ১ বাকেরগঞ্জের জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) গোবিন্দচন্দ্র জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং বরিশালে তাদের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত দলের প্রতিবেদন পেয়ে প্রকৃত ঘটনা উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ঘটনা শোনার পরপরই ফোর্সসহ ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন। এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।
Published on: 2024-04-27 14:41:04.892713 +0200 CEST