আমাদের সময়
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে তিন ঘণ্টা। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। আজ রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এ সময় লাউয়াছড়া বনে রেললাইনের ওপর কয়েকটি গাছ পড়ে। এতে শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও ভানুগাছ স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়া বনে রেললাইনের ওপর গাছ পড়ায় বিকেল ৫টা থেকে সাময়িক রেল যোগাযোগ বন্ধ ছিল। গাছ কেটে রেললাইন পরিষ্কার করার পর রাত ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকেলে সাড়ে ৫টার দিকে প্রায় ২০ মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে শহরের অনেক জায়গায় গাছপালা রাস্তার ওপর পড়ে যায়। কিছু কিছু জায়গায় কাঁচা-পাকা ঘরের চাল উড়ে যায়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম মো. আশরাফ বলেন, তীব্র ঝড় ও বাতাসের কারণে গাছপালা ও বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়ায় শ্রীমঙ্গল উপজেলার পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। বিকেল ৫টার পর থেকে বন্ধ থাকা বিদ্যুৎ কখন স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না। সংযোগ স্বাভাবিক করতে মেরামতের কাজ চলছে।
Published on: 2024-04-28 16:47:15.150777 +0200 CEST