বণিক বার্তা
দুর্ঘটনার পর শঙ্কামুক্ত অধ্যাপক আনু মুহাম্মদ

দুর্ঘটনার পর শঙ্কামুক্ত অধ্যাপক আনু মুহাম্মদ

রাজধানীর খিলগাঁওয়ে গতকাল সকালে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিবও। দুর্ঘটনায় তার দুই পায়ের আঙুল ও পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎকরা জানিয়েছেন, অধ্যাপক আনু মুহাম্মদ এখন শঙ্কামুক্ত। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সোহেল উজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘স্যারের দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলির দুটি হাড়ের মধ্যে একটি ও অন্যান্য আঙুলের হাড় ভেঙে যায়। এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় ‌ক্রাশ ইনজুরি। এছাড়া ডান পায়ের আঙুলের নখ ও নরম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশনের মাধ্যমে আমরা দুই পায়ের আঙুলের ডেড ও ডিভাইটালাইজড টিস্যুগুলো ফেলেছি। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কক্ষে আছেন। ওনার শারীরিক অবস্থা এখন ভালো।’ স্বজনরা জানান, দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণসভা শেষে ট্রেনে করে গতকাল ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। বেলা ১১টার দিকে ট্রেন থেকে খিলগাঁও রেলগেট এলাকায় নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা ট্রেনের নিচে চলে যায়। সে সময়ই তার দুই পায়ের পাতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মোশাহিদা সুলতানা বণিক বার্তাকে বলেন, ‘ফুলবাড়িয়া কয়লাখনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণসভায় যোগ দিতে দিনাজপুর গিয়েছিলেন আনু মুহাম্মদ স্যার। স্মরণসভা থেকে ফেরার পথে খিলগাঁওয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।’
Published on: 2024-04-21 22:58:06.790274 +0200 CEST