The Daily Star Bangla
শেয়ারের দাম এক দিনে ৩ শতাংশের বেশি কমবে না

শেয়ারের দাম এক দিনে ৩ শতাংশের বেশি কমবে না

*শেয়ারের পতন কমানোর চেষ্টায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা মূল্যসীমায় পরিবর্তন এনেছে। এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার আগের দিনের শেষ হওয়া দরের ভিত্তিতে ৩ শতাংশের বেশি কমতে পারবে না। আগে যা ছিল ১০ শতাংশ।* আজ বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তবে, ঊর্ধ্বসীমা অর্থাৎ কোনো শেয়ারের দাম বাড়ার সীমা ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। আগামীকাল থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি। বিএসইসি জানিয়েছে, যেসব শেয়ার ফ্লোর প্রাইসের আওতায় আছে সেসব শেয়ারের ক্ষেত্রে নতুন আদেশ প্রযোজ্য হবে না। এর আগে ২০২২ সালের জুলাই শেষে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাজার সূচকের অবাধ পতন ঠেকাতে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছিল বিএসইসি। ফ্লোর প্রাইস ছিল ২০২২ সালের ২৮ জুলাই এবং তার আগের চার দিনের ক্লোজিং প্রাইসের গড়। বর্তমানে বেক্সিমকো, ইসলামী ব্যাংক বাংলাদেশ, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার কোম্পানির জন্য ফ্লোর প্রাইস কার্যকর আছে।
Published on: 2024-04-24 17:12:25.034962 +0200 CEST