দেশ রূপান্তর
বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক চার এমপি

বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক চার এমপি

বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য নতুন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সংসদ সদস্যদের বিএনএমে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য হলেন- ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সংবাদ সম্মেলন ওই চার নেতা মঞ্চে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি। তাদের পরিচয় করিয়ে দেন বিএনএমের মহাসচিব মো. শাহ্জাহান। তিনি বলেন, এই বরেণ্য ব্যক্তিরা বিভিন্ন দলের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অভাব, নীতি ও কৌশলের সঙ্গে নিজেকে মেলাতে না পারা, দলীয় সিদ্ধান্তের সঙ্গে নীতিগত বিরোধসহ নানা কারণে তারা বিএনএমে যোগ দিয়েছেন।
Published on: 2023-11-20 20:14:55.82106 +0100 CET