দেশ রূপান্তর
রমজানের সূচিতেই চলছে মেট্রো, খুশি যাত্রীরা

রমজানের সূচিতেই চলছে মেট্রো, খুশি যাত্রীরা

ঈদের ছুটি শেষে পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। চেনা রূপে ফিরলেও এখনো রমজানের নিয়মেই চলছে মেট্রোরেল। সোমবার (১৫ এপ্রিল) মেট্রোযাত্রীরা আগের সময় অনুযায়ী স্টেশনে গিয়ে বিষয়টি জানতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১০ মার্চ রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রোরেলের যাত্রীদের সুবিধার্থে এক ঘণ্টা সময় বাড়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, নতুন সূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। বর্তমানে এই নিয়মেই চলছে মেট্রোরেল। কারওয়ান বাজার থেকে মিরপুর যাতায়াতকারী ইমরুল নূর বলেন, আমি আজও (সোমবার) আটটার পর মেট্রোতে উঠেছি। রমজানে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। এটি ঠিক রেখে মেট্রো ১০টা পর্যন্ত চললে আরও ভালো হত। সাজাহান খান নামের আরেক যাত্রী বলেন, আমি চাই মেট্রো রাত ১২টা পর্যন্ত চলুক। এখন আগের নিয়মে এক ঘণ্টা বেশি চলছে। এতে আমরা উপকৃত হচ্ছি।
Published on: 2024-04-15 18:34:50.414994 +0200 CEST