দেশ রূপান্তর
ঢাকায় ঝেঁপে এলো বৃষ্টি, গরমে স্বস্তি

ঢাকায় ঝেঁপে এলো বৃষ্টি, গরমে স্বস্তি

সকাল থেকেই তাপপ্রবাহ বইছিল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। তাপপ্রবাহের ফলে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। এর মাঝেই স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল পৌণে ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। বৃষ্টিতে গরমে স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিতে পড়েন পথচারী এবং ফুটপাতের দোকানীরা। বিকেল ৪টা থেকেই মেঘলা ছিল ঢাকার আকাশ। তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। এর আগে সকালের পূর্বাভাসে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আজ দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এতে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা, রংপুরের ৮টি, রাজশাহীর ৮টি, ময়মনসিংহের ৪টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি, চট্টগ্রামের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৬৪টি জেলার ওপর দিয়ে আজ মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮.০ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Published on: 2024-04-16 12:34:29.067962 +0200 CEST