দেশ রূপান্তর
ফরিদপুর সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে যা জানা গেল

ফরিদপুর সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে যা জানা গেল

ফরিদপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ দুর্ঘটনার কারণ হিসেবে উভয় যানের অতিরিক্ত গতি দায়ী হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া পিকআপটি অন্য লেনে চলছিল বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ওই এলাকার সড়কে বেশ কয়েকটি গর্ত রয়েছে। সেগুলো সংস্কার না করায় সম্প্রতি ছোট ছোট বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ দুটিরই অতিরিক্ত গতি ছিলো। আর পিকআপ চালক তার নির্দিষ্ট লেন ছেড়ে বিপরীত লেনে চলে আসে। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। জেলা প্রশাসক জানান, নিহতদের দাফনের জন্য নগদ ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। নিহতদের আবেদনের প্রেক্ষিতে তাদের পরবর্তীতে ৫ লাখ এবং গুরুতর আহতদের ৩ লাখ টাকা করে প্রদান করা হবে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসগড়কের কানাইপুরের দিগনগরে বাস ও পিকআপের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত তিনজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত সবাই পিকআপের যাত্রী ছিলেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুবাস বাড়ৈ বলেন, গাড়িটি ওভার গতিতে ছিলো। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলের পাশেই বাড়ি শেখ লিমন বলেন, এখানে মহাসড়কের বিভিন্নস্থানে কিছু বিট মানে গর্ত আছে। রাস্তাও এবড়োথেবড়ো। ঈদের আগে এবং এখন পর্যন্ত ছোট বড় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটছে। সকলেই ওই বিটের কাছেই দুর্ঘটনা ঘটে।
Published on: 2024-04-16 15:09:18.68609 +0200 CEST