ঢাকাট্রিবিউন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ল

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ল

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাঁচ হাজার টাকা বাড়িয়ে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে। চলমান এপ্রিল মাসের ১ তারিখ থেকেই বর্ধিত এই ভাতা কার্যকর হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক চিঠিতে একথা জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে বলা হয়েছে, “২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দ করা টাকার অব্যয়িত অর্থ হতে ভর্তি করা ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনায় (৪ হাজার ৭০০ জন) মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করে ২০,০০০ টাকায় উন্নীত করা হলো। ” এ জন্য চিঠিতে কিছু শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো- * এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে; * এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম উদ্‌ঘাটিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে;. * এ অর্থ ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পরিশোধ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না; * এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট খাতে প্রতিফলন করতে হবে; * এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সব আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক সরকারি আদেশ (জি, ও) জারি করে ৪ (চার) কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে; * প্রাপ্যতা নিশ্চিত হয়ে ভাতা পরিশোধ করতে হবে এবং * ১/৪/২০২৪ থেকে এ বর্ধিত হার কার্যকর হবে এবং এ তারিখের পূর্বের বকেয়া ভাতা ইতোপূর্বে নির্ধারিত হারে প্রাপ্য হবেন।
Published on: 2024-04-15 13:53:55.140754 +0200 CEST