ঢাকাট্রিবিউন
অতিরিক্ত ভাড়া নিলে তৎক্ষণাৎ ব্যবস্থার আশ্বাস

অতিরিক্ত ভাড়া নিলে তৎক্ষণাৎ ব্যবস্থার আশ্বাস

ঈদযাত্রা উপলক্ষে মলম পার্টি, ছিনতাইকারীরা তৎপর হয়ে ওঠে। বিষয়টি মাথায় রেখে প্রতি বছরের মতো এবারও জেলা ও মেট্রোপলিটন পুলিশ অপরাধপ্রবণ জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাভারের বাইপাইলে সড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান। তিনি বলেন, ‘‘এরই মধ্যে বহু অপরাধীকে ধরা হয়েছে। আমাদের নজরদারি রয়েছে। সাদা পোশাকে নজরদারি রয়েছে। এ ধরনের অপরাধীদের থেকে যাত্রী সাধারণকেও সাবধান-সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে পুলিশকে  জানাতে হবে। তারা ৯৯৯ এ কল দিতে পারেন।’’ ঈদযাত্রা উপলক্ষে বাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে শাহাবুদ্দিন খান বলেন, “আমি বলব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকবারের মতোই। গাবতলী থেকে নবীনগর হয়ে চন্দ্রা পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে কয়েক দফা সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। ঈদের আগপর্যন্ত নির্মাণকাজ যে অবস্থায় থাকবে তাতে ঈদযাত্রায় কোনো বাধা তৈরি হবে না। ইতোমধ্যে অনেক কাজ হয়েছে। অনেককিছু অপসারণ হয়েছে। যেখানে যেখানে কাজের জন্য ঘেরাও করা ছিল, সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে। আরও কিছু করা হবে।” তিনি বলেন, “আশা করি, ঈদযাত্রা হয়তো আজকে থেকেই শুরু হবে কিছুটা। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬, ৭, ৮ এইসময়ে ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি, আমাদের রাস্তা প্রস্তুত আছে। আমাদের সব প্রস্তুতি যাচাই করে নিচ্ছি। যাতে আমাদের ঘরমুখো সাধারণ মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে এবারের ঈদযাত্রায় শামিল হতে পারে। নিরাপদে তার স্বজনের কাছে পৌঁছাতে পারে। যাতে আবার ফিরে আসতে পারে।” তিনি আরও বলেন, “আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশের মতো, প্রযুক্তি কিন্তু সবসময় আমাদের সেবার মানকে উন্নত করে, দক্ষতাকে বৃদ্ধি করে। এবারও আমরা বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার আমরা করছি। যেখানে যেখানে যানজট হয়, যানজট নিরসনে। এবারও কিন্তু আমরা যেখানে যেখানে বিশেষ করে যানজট হতে পারে, সেইসব জায়গায় আমাদের ড্রোন থাকবে। ক্যামেরা থাকবে এবং আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু একটা নির্দেশনা দেওয়ারও চেষ্টা করব।” সাভারে সাম্প্রতদিক দুর্ঘটনায় সওজ দায় এড়াতে পারে না উল্লেখ করলে শাহাবুদ্দিন খান বলেন, “এটি তদন্তের বিষয়। তদন্ত করলে যেকোনো এক পক্ষের ওপর হঠাৎ করে দায় দিতে পারি না। সামগ্রিকভাবে তদন্ত করে দেখা হবে এখানে কার দায় কতটুকু ছিল। মামলা হয়েছে। তদন্ত হবে। তদন্তের পর বলা যাবে।” তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সহযোগী হিসেবে কাজ করছে। এজন্য মোবাইল কোর্ট আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Published on: 2024-04-04 15:16:35.885316 +0200 CEST