ঢাকাট্রিবিউন
শিগগিরই একীভূত হচ্ছে আরও ব্যাংক

শিগগিরই একীভূত হচ্ছে আরও ব্যাংক

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক অন্য দুটি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ব্যাংক দুটি হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল। আর কৃষি ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে রাকাব। একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে এক বৈঠকে একীভূতকরণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জানান, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং একীভূতকরণের পদক্ষেপ সম্পর্কে ব্যাংকগুলোকে অবহিত করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, ‘‘একীভূতকরণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’ তিনি বলেন, ‘‘সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদকে প্রাথমিকভাবে একীভূতকরণের অনুমোদন দিতে হবে। তারপর তারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে। শিগগিরই একীভূতকরণের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।’’
Published on: 2024-04-06 15:53:07.409465 +0200 CEST