ইত্তেফাক
কালকের মধ্যে ঘোষণা হতে পারে তপশিল

কালকের মধ্যে ঘোষণা হতে পারে তপশিল

*আগামীকাল বুধবারের মধ্যেই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল। সেই লক্ষ্যে কঠোর গোপনীয়তা অবলম্বন করে তপশিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অথবা ৭ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল কবে ঘোষণা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছেন যে, নভেম্বর মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনো সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন।* ইসির সংশ্লিষ্টরা বলছেন, তপশিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করার সিদ্ধান্ত আছে কমিশনের। গেজেট শেষে আজ অথবা কাল সকালে ঐ দুই আসনের নির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। এ কারণে আজ তপশিল ঘোষণা না-ও হতে পারে। এজন্য বুধবার তপশিল ঘোষণার জন্য উপযুক্ত বিবেচনা করেছে ইসি। অন্যদিকে দ্বিতীয় ধাপে বিতর্কিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ আরো ২৯টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় কমিশন। কোনো দাবি-আপত্তি না এলে আগামী পাঁচ বছরের জন্য চূড়ান্তভাবে নিবন্ধন দেবে কমিশন। এসব সংস্থার বিরুদ্ধে কোনো দাবি আপত্তি থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। ইতিমধ্যে প্রথম ধাপে বিজ্ঞপ্তিতে আসা আবেদন থেকে ৬৭টি দেশি পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন পেয়েছে। সংখ্যায় কম হওয়ায় পুনরায় আবেদন চেয়ে দ্বিতীয়বার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমধাপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নিবন্ধন দেওয়া হয়নি। ২৯ পর্যবেক্ষক সংস্থা হলো: ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডরপ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নিড-স্রাবন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি, তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস), পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থ্রস্ট ল অব দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অরগানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (অসেস), আল-কুরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অরগানাইজেশন ফর দ্য নিডি (ভন), দিনাজপুর পল্লি উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থসামাজিক কেন্দ্র। ভোট অনিয়ম, তিন কেন্দ্রের ফল বাতিল: লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই এই দুই উপনির্বাচনে অনিয়ম হওয়া তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করেছে কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের পার্থক্য বেশি থাকায় বিজয়ীদের গেজেট প্রকাশে বাধা থাকবে না। ঐ তিন কেন্দ্রের ফলাফল বাতিলের পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচনি কর্মকর্তা বিশেষ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। একই সঙ্গে জাল ভোট দেওয়া দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ারও সিদ্ধান্ত দিয়েছে ইসি।
Published on: 2023-11-13 19:28:23.397253 +0100 CET

------------ Previous News ------------