ইত্তেফাক
খুলনায় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

খুলনায় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

*খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মনিরামপুর-কেশবপুর সড়কের ফকিররাস্তা মোড়ে এ ঘটনা হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।* এদের যশোর ও মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেতা-কর্মীরা জানিয়েছেন, সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা স্থানীয় সংসদ সদস্য পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের অনুসারী ও এই আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলীর অনুসারীরা। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দু’পক্ষের বিরোধ এখন প্রকাশ্যে। আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলীর অনুসারী মুর্শিদ হাসান ইমন জানান, আমরা খুলনা সমাবেশে যাওয়া জন্য গাড়িতে উঠছিলাম; এমন সময় প্রতিমন্ত্রীর ছেলে শুভ আমাদের গাড়ি সরাতে বলে। এক ড্রাইভারের সঙ্গে শুভর তর্কাতর্কি হয়। এরপর প্রতিমন্ত্রীর অনুসারীরা হকিস্টিক চায়নিজ কুড়ালসহ লাঠি দিয়ে আমাদের লোকজনদের মারতে থাকে। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন,  তিনি ও আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী শতাধিক গাড়ি বহর নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে শুভর নেতৃত্বে উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের যশোর ও মনিরামপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্ছৃঙ্খল যুবকরা গাড়িও ভাংচুর করে। স্থানীয় সংসদ সদস্য ও পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, আমি খুলনায় শেখ হাসিনার সমাবেশে আছি। এ বিষয়ে কিছু জানি না। এমনটি ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে বলে শুনেছি। ঘটনার সময় সড়কে তীব্র জ্যাম ছিল। আগে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Published on: 2023-11-13 15:52:23.524233 +0100 CET

------------ Previous News ------------