ইত্তেফাক
রাজধানীতে বেড়েছে যান চলাচল, ছাড়েনি দূরপাল্লার বাস

রাজধানীতে বেড়েছে যান চলাচল, ছাড়েনি দূরপাল্লার বাস

*সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীতে অভ্যন্তরীণ যান চলাচল তুলনামূলক বেড়েছে। তবে আগের দিনের মতোই যাত্রীশূন্য ছিল দূরপাল্লার স্টেশনগুলো।* সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ব্যক্তিগত গাড়ি, বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকের পাশাপাশি সিএনজি চলাচল বেশি দেখা গেছে। সকাল থেকে বাস সংকটে মোড়ে মোড়ে অসিফগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। যান কম থাকায় মিনিবাসে ঠাঁসাঠাসি করে গন্তব্যে ছুটেছেন তারা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে সিগন্যালে পড়তে হয় যাত্রীদের। এদিকে বিপত্তিতে রয়েছেন দূরপাল্লার বাসের পরিবহন শ্রমিক-চালকরা। অবরোধ থাকায় পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে স্ট্যান্ড থেকে ছাড়তে পারছেন না গাড়ি। এতে দৈনিক খরচ মেটাতে তাদের কষ্ট হচ্ছে বলে জানান তারা।
Published on: 2023-11-13 08:01:55.062045 +0100 CET

------------ Previous News ------------