ইত্তেফাক
শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি: ইসি আনিছুর

শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি: ইসি আনিছুর

*নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি—ইতিহাস এমনটিই বলে। তবে যখন বেশির ভাগ দল অংশ নেয় তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে।* বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আনিছুর রহমান বলেন, ‌‘আমাদের সঙ্গে রেজিস্টার্ড আছে ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক, এটিই আমরা চাই। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আছে। কাজেই আমরা আহ্বান করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।’ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনও দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে কমিশন। তবে বিশেষ কোন দল নির্বাচনে আসলে তফসিল পেছানোও যেতে পারে।’ নির্বাচনী পরিবেশ সম্পর্কে ইসি আনিছুর বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সঙ্গে নির্বাচনকে মেলানো ঠিক হবে না।’
Published on: 2023-11-23 13:45:00.629182 +0100 CET

------------ Previous News ------------