ইত্তেফাক
বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়: যুক্তরাষ্ট্র

*বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। এসব ঘটনা যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে বলেও নিশ্চিত করেছেন তিনি।* সোমবার (৬ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’ গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্যকে হত্যার মাধ্যমে দলটির নেতাকর্মীদের সহিংসতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচিতে অবরোধকারীরা একাধিক গাড়িতে অগ্নি সংযোগ করেছে। এতে বেশ কয়েকজন পরিবহন শ্রমিক নিহতের খবরও গণমাধ্যমে এসেছে। অগ্নি সংযোগসহ এসব সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীরাই সরাসরি জড়িত থাকার প্রমাণ এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে। বেদান্ত প্যাটেল বলেন, ‘জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ব্রিফিংয়ে বিএনপির পক্ষাবলম্বন করে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী প্রশ্ন করলে স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।’ এদিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে কী আলোচনা হয়েছে- সেটি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।
Published on: 2023-11-07 05:37:39.143779 +0100 CET

------------ Previous News ------------