ইত্তেফাক
মানবাধিকারকর্মীদের নিয়ে কটাক্ষ, তথ্যমন্ত্রীকে সুলতানা কামালের চ্যালেঞ্জ

মানবাধিকারকর্মীদের নিয়ে কটাক্ষ, তথ্যমন্ত্রীকে সুলতানা কামালের চ্যালেঞ্জ

*‘মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে’ গত ৮ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি* *বলেন, তাদের নিজেদের সম্পদ কতখানি বেড়েছে আর মানবাধিকারকর্মীর সম্পদ কতখানি বেড়েছে, সেই চ্যালেঞ্জ এখান থেকে করতে চাই।* মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানবাধিকার সুরক্ষাকর্মীদের তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। সুলতানা কামাল বলেন, তথ্যমন্ত্রী অত্যন্ত স্পর্ধার সঙ্গে বলেছেন, মানবাধিকার এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তারা মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেন না। মানবাধিকারকর্মীদের সুরক্ষা দিতে পারেন না। সে ব্যর্থতা ঢাকতে আক্রমণাত্মক কথাবার্তা বলেন, আমাদের হুমকিতে রাখতে চান। তাদের নিজেদের সম্পদ কতখানি বেড়েছে আর মানবাধিকারকর্মীর সম্পদ কতখানি বেড়েছে, সেই চ্যালেঞ্জ এখান থেকে করতে চাই। মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকারের কথা বলতে বললে এখন বিব্রত হই। রাষ্ট্র পরিচালনাকারীরা নিজেদের মানবাধিকারের সঙ্গে মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়েছেন। সভ্য, গণতান্ত্রিক দেশে, মানবাধিকারবোধসম্পন্ন সমাজে মানবাধিকারকর্মীদের আতঙ্কে থাকার কথা নয়। একেকজন মানুষের সম্পদ ২০০, ৩০০ ও ৪০০ গুণ বৃদ্ধি বেড়েছে। যখন পত্রিকা পড়তে থাকি, আমি ভাবতে থাকি, আমি কি একটা বাস্তব জগতে বাস করছি! এটাও সম্ভব! বলেন এই মানবাধিকারকর্মী।
Published on: 2023-12-12 13:47:44.491001 +0100 CET

------------ Previous News ------------