ইত্তেফাক
সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি: জাপা মহাসচিব

সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি: জাপা মহাসচিব

*জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসে নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।* গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে এ কথা বলেন জাপা মহাসচিব। তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন এবিষয়ে আমার কথা বলার সুযোগ নাই। আমাদের বিশ্বাস করেন কি না, করবেন কি না এটা ওনার বিষয়।’ মহাসচিব আরও বলেন, আমরা শুধু চেয়েছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি।’ বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিবৃতি দিচ্ছে। তাদের চাওয়া বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠু হয়। জাপা মহাসচিব বলেন, ‘পশ্চিমারা যা চায় বাংলাদেশের মানুষও তা চায়। যদিও আমরা চাই না বাইরের কেউ কথা বলুক। কিন্তু তাদের কথা বলার সুযোগ আমরাই করে দিয়েছি। কিন্তু তাদের বক্তব্যটা সঠিক। আমরাও চাই যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। এই দাবির কারণে নির্বাচন কমিশন ও শাসকদলের সঙ্গে বৈঠক করছি।’
Published on: 2023-12-12 10:15:33.453115 +0100 CET

------------ Previous News ------------