ইত্তেফাক
ঘন কুয়াশায় আজ ঢেকে যাবে ৪১ জেলা

ঘন কুয়াশায় আজ ঢেকে যাবে ৪১ জেলা

*এখন সাঁঝ-প্রভাতে ঘন কুয়াশার চাদরে আবৃত থাকছে প্রায় গোটা দেশ। সেই সাথে জেঁকে বসছে শীতের দাপট। সারাদেশের মতো গতকাল সকাল ১০ টা পর্যন্ত রাজধানীর আকাশও ছিলো ঘনকুয়াশায় ঢাকা।* এই কুয়াশা আরও বাড়তে পারে জানিয়ে আবহাওয়া বিশ্লেষকরা জানান, আজ বুধবার দেশের ৪১টি জেলা ঢেকে যেতে পারে ঘন কুয়াশার চাদরে। কুয়াশার কারণে ভোর রাতে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। অনেক জেলায় দিনের একটি অংশ হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। গতকাল ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ১১টি ফ্লাইট ভারতের কলকাতাসহ আশপাশের বিমানবন্দরে চলে যায়। সোমবার শেষরাত থেকে সকাল সাড়ে ৮টা অবধি ছয় ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ছিল। এতে এলোমেলো হয়ে পড়েছে বিমানের শিডিউল। নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ফ্লাইটে চড়তে পারেননি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত ২টার পর থেকে ঘন কুয়াশা আরও বাড়তে থাকে। এতে ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তিনি জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান। এগুলো কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এ ছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে যায়,গালফ এয়ারের একটি ফ্লাইট, ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে। ঘনকুয়াশা থাকতে পারে ১৭ ডিসেম্বর পর্যন্ত: এদিকে এই ঘনকুয়াশা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আজ বুধবার থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। তিনি বলেন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। আজ থেকে উত্তরের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বলেন, গত চার দিন যাবত দেশব্যাপী চলমান কুয়াশা রংপুর বিভাগ থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে প্রতিদিন। আজ বুধবার সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ,সিলেট,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার ওপরে ঘন থেকে অতিঘন কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে। তিনি বলেন, ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের ৪১ জেলা। আজ রাতে মহাসড়কগুলোতে দৃষ্টিসীমা ১০০ মিটারের নীচে নেমে আসার আশঙ্কা রয়েছে। আরিচা-কাজিরহাট ফেরি চলল সাড়ে ৮ ঘণ্টা পর :মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ৮ টায় আবার স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার আরিচা-কাজিরহাট নৌপথে সোমবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপর নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে এ রুটে ফেরি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
Published on: 2023-12-13 01:08:38.140492 +0100 CET

------------ Previous News ------------