ইত্তেফাক
‘আমরা আর মামুরা’ মার্কা নির্বাচন হচ্ছে: রিজভী

‘আমরা আর মামুরা’ মার্কা নির্বাচন হচ্ছে: রিজভী

*আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘আমরা আর মামুরা’ মার্কা নির্বাচন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন দল থেকে অচ্ছুত লোকজন হায়ার করে কথিত নির্বাচনী নাটক মঞ্চস্থ হচ্ছে। ‘আমরা আর মামুরা’ মার্কা এই নির্বাচনের প্রার্থীদের পক্ষ ত্যাগ করুন।* শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি নাটক মঞ্চস্থ করে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতো আগামী ৭ জানুয়ারির ভাগ বাটোয়ারার নির্বাচনের প্রাক্কালে জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। পাতানো নির্বাচনের কৌশল নিয়ে প্রশাসন ব্যস্ত অভিযোগ করে তিনি বলেন, মাফিয়া চক্রের ব্যবসায়ী সিন্ডিকেট ব্যস্ত শেখ হাসিনার হাতে জিম্মি জনগণের এই মহাবিপদের সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কীভাবে বাড়ানো যায় সেই কৌশল নিয়ে। আর জনগণ লড়াই করছে জীবন বাঁচানোর যুদ্ধে। এর মধ্যে বেপরোয়া ও নজিরবিহীন আওয়ামী লুটপাটে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি। দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নীচে। একদল উচ্চ শিক্ষিত, তথাকথিত ও ব্যক্তিত্ব বিক্রি করা বুদ্ধিজীবী নির্বাচনে নৌকা জিতবে কত আসনে? সেই হিসাব নিয়ে ব্যস্ত আছেন, বলেন বিএনপির এ নেতা।
Published on: 2023-12-15 15:40:30.254238 +0100 CET

------------ Previous News ------------