ইত্তেফাক
ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন: ইসি রাশেদা

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন: ইসি রাশেদা

*নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র গিয়ে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে।* তিনি আরও বলেন, ভোট দানে কোন ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুঁড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‌‘আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।’ মতবিনিময়কালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসির আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Published on: 2023-12-28 12:47:00.513616 +0100 CET

------------ Previous News ------------