ইত্তেফাক
‘প্রহসনের নির্বাচন’ বন্ধের আহ্বান রিজভীর

‘প্রহসনের নির্বাচন’ বন্ধের আহ্বান রিজভীর

*বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রহসনের পাতানো নির্বাচন’ বন্ধ করুন। এ নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।* শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভাগবাটোয়ারার নির্বাচনে কে জিতবে, তার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। এটা জানার পর প্রার্থীরা প্রচার থামিয়ে দিয়েছেন। প্রার্থীর পক্ষে প্রচারের জন্য যে নির্বাচনী ক্যাম্প খোলা হয়েছিল, এখন তা জনমানবহীন। রিজভী বলেন, একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তাও পাচ্ছে না সরকার। এজন্য ৭ জানুয়ারির ভোট মিশনে ছটফট করছে তারা। ভোটকেন্দ্রে যেতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন প্রার্থী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। সিইসিকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনাদের যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, তাহলে এই প্রহসনের পাতানো ডামি নির্বাচন বন্ধ করুন এবং পদত্যাগ করুন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, সরকার যত যাই করুক, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। সরকারের অনিবার্য পতন অপেক্ষা করছে। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে, জনগণের বিজয়  হবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সারাদেশে ২৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৮৭২১ জনকে আসামি করা হয়েছে।
Published on: 2023-12-29 18:05:17.342645 +0100 CET

------------ Previous News ------------