ইত্তেফাক
‘কর্পোরেট খাতের দায় বেড়েছে প্রায় ১ লাখ কোটি টাকা’

‘কর্পোরেট খাতের দায় বেড়েছে প্রায় ১ লাখ কোটি টাকা’

*পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, হঠাৎ করে ৪৫ শতাংশের মতো বিনিময় হার কমে যাওয়ায় কর্পোরেট খাতের দায় প্রায় ১ লাখ কোটি টাকা বেড়েছে। অর্থনীতির ধাক্কায় কোম্পানিগুলো অতিরিক্ত প্রভিশন নিতে বাধ্য হয়েছে এবং কর্পোরেট খাতের মুনাফা কমেছে।* বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উন্নয়ন সম্পর্কিত বার্ষিক বিআইডিএস সম্মেলনের একটি অধিবেশনে এ বলেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে। মনসুর বলেন, বেসরকারি খাত বৈদেশিক ঋণে আগ্রহ হারিয়ে ফেলার সাথে সাথে প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বাহ্যিক অর্থ পরিশোধের চাপ বৃদ্ধি পায়। যার ফলে রিজার্ভ হ্রাস পায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমদানি সংকোচনের মাধ্যমে রিজার্ভের ক্ষতির বিষয়টি পুনরুদ্ধার করা যায়নি। বকেয়া ১২ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণ বাংলাদেশের ওপর ঝুলছে।
Published on: 2023-12-07 09:46:27.44149 +0100 CET

------------ Previous News ------------