ইত্তেফাক
নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বললেন নেজাম উদ্দীন

নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বললেন নেজাম উদ্দীন

বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীন মুক্তি পেয়ে পরিবারের সান্নিধ্যে এলেও তার চেহারায় ভয়-আতঙ্কের ছাপ কাটেনি। তবে তিনি জানিয়েছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে রাতে বান্দরবান সদর র‍্যাব কার্যালয়ে রাখা হয়। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে নেজাম উদ্দীন বলেন, ‘আপনাদের সবার কঠোর প্রচেষ্টায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আজ আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’ নেজাম উদ্দীনের স্ত্রী মাইসুরা ইসফাত বলেন, ‘যখন তাকে হারিয়েছিলাম, তখন চোখে অন্ধকার ছাড়া কিছু দেখিনি। প্রিয় মানুষকে হারিয়ে আবার ফিরে পাব কি-না, সেটা আশা ছিল না। সবার সহযোগিতায় তাকে ফিরে পেয়ে খুশি। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ এ সময় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার দিকে রুমা উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক লুট ও ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।
Published on: 2024-04-05 18:24:13.084707 +0200 CEST

------------ Previous News ------------