ইত্তেফাক
কাঠ-বাঁশের ঘর হওয়ায় দ্রুত ছড়ায় মোল্লাবাড়ি বস্তির আগুন: ফায়ার সার্ভিস

কাঠ-বাঁশের ঘর হওয়ায় দ্রুত ছড়ায় মোল্লাবাড়ি বস্তির আগুন: ফায়ার সার্ভিস

*রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইটের পাশে মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। মোল্লাবাড়ি বস্তিতে কাঠ, বাঁশ আর টিনের তৈরি একতলা-দোতলা আনুমানিক তিনশ ঘরবাড়িতে বসবাস করতেন নিম্নআয়ের মানুষেরা। শুক্রবার (১২ জানুয়ারি) রাতের আগুনে তাদের সবকিছু পুড়ে যায়।* ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে। তবে ঘরগুলোতে বেশি কাঠ-বাঁশ হওয়ার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুনে কাঠ, বাঁশ আর টিনের তৈরি একতলা-দোতলা আনুমানিক তিনশ ঘরবাড়ি পুড়েছে। বেশি কাঠ-বাঁশ হওয়ার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত বস্তিতে শর্টসার্কিট বা গ্যাসের লাইন থেকে আগুন লাগে। কীভাবে এই আগুন লেগেছে সেটা আমরা তদন্তসাপেক্ষে পরবর্তীতে জানাব। রাতের ওই আগুনে মা ও শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। আগুনে পুড়ে গেছে বস্তির অন্তত তিনশ ঝুপড়ি ঘর। গভীর ঘুমে থাকাবস্থায় আগুন লাগায় বেশিরভাগ বস্তিবাসীই পরনের কাপড় ছাড়া জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেননি। তিনি বলেন, বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকে। এ বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব আসলেই কী কারণে আগুন লেগেছে। এই ঘটনায় দুইজন মারা গিয়েছেন।
Published on: 2024-01-13 06:46:40.667289 +0100 CET

------------ Previous News ------------