ইত্তেফাক
কুয়াশার কারণে ৫ টি বিমান ওসমানীতে জরুরী অবতরণ

কুয়াশার কারণে ৫ টি বিমান ওসমানীতে জরুরী অবতরণ

*ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি ফ্লাইট অবতরণ করতে না পারেনি। এমন পরিস্থিতিতে সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।* পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও ইউএস বাংলার দুটি উড়োজাহাজ উড়ে যেতে পারেনি। সূত্র জানায়, গ্রাউন্ডে এই দুটি ফ্লাইট একটি অপরটির সাথে ধাক্কা খেলে একটির ডানা ও অপরটির যান্ত্রিক ক্ষতি হয়। একটির ত্রুটি সেরে রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। অপরটি ত্রুটি সারাতে কাজ চলছে বলে রাত সাড়ে ১০ টায় ইত্তেফাককে জানিয়েছে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। সূত্র আরও জানায়, কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এয়ারপোর্টে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। এ কারণে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এ সময়ে ৫টি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। একটি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে। মঙ্গলবার সকাল ৯টার পর সিলেটে আসা ৫টির মধ্যে ৩টি ফ্লাইট ফিরে গেলেও দুটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় যেতে পারেনি। পরে ঐ দুটি বিমানের বেশ কিছু যাত্রীদেরকে অন্যান্য ফ্লাইটে পাঠানো হয় বলে জানান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সাড়ে ৮ ঘণ্টায় শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে ৫টি ফ্লাইট সিলেটে আসে। ৩টি ফ্লাইট ঢাকায় গেলেও ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
Published on: 2024-01-02 18:13:49.868035 +0100 CET

------------ Previous News ------------