ইত্তেফাক
চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা

*চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে দুটি জেলার তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।* বিষয়টি আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার একই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, চুয়াডাঙ্গায় এই শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। প্রচণ্ড এই শীতে সারাদেশেই জনদুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তারপরেও শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্তরা। তাদের আয়-রোজগারে ভাটা পড়ছে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানাবিধ রোগব্যাধি। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও প্রবীণ। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার তুলনায় রোগীর চাপ বেশি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। *২১ জেলায় ছড়িয়েছে শৈত্যপ্রবাহ* রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। পাশাপাশি তীব্র শীতের মধ্যেই এবার ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, আগামীকাল বুধবার ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র এই শীতে জনজীবনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদীতীরবর্তী ও চরাঞ্চলে এই শীত আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে অনেককেই আগুন পোহাতে দেখা গেছে। এছাড়া সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বেলে যান চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না।
Published on: 2024-01-23 04:42:48.927395 +0100 CET

------------ Previous News ------------