ইত্তেফাক
‘শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি করলো শিক্ষা মন্ত্রণালয়

‘শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি করলো শিক্ষা মন্ত্রণালয়

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে 'শরিফা' শিরোনামে গল্প নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তার জন্য ৫ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক আবদুল হালিম এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ। গত ১৯ জানুয়ারি রাজধানীতে এক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের ‘শরীফ থেকে শরীফা’ শীর্ষক গল্পের দুটি পৃষ্ঠা ছিড়ে ফেলে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ওই শিক্ষককে চাকরিচ্যুত করে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছিলেন, পাঠ্যবইয়ে ‘শরীফা’ গল্পটির উপস্থাপনে যদি কোনও বিতর্ক বা বিভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে। তবে দেশে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠীর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রবণতা রয়েছে।
Published on: 2024-01-24 12:31:50.427253 +0100 CET

------------ Previous News ------------