ইত্তেফাক
নামে গার্মেন্টস ব্যবসায়ী করেন মাদকের কারবার

নামে গার্মেন্টস ব্যবসায়ী করেন মাদকের কারবার

*নামে গার্মেন্টস ব্যবসায়ী, অথচ করেন মাদকের কারবার। শত কোটি টাকার কোকেন চালানের সঙ্গে জড়িত এমন এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে এই চালানের রিং লিডার নাইজেরিয়ান নাগরিককে শনাক্ত করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে খোঁজা হচ্ছে।* বুধবার রাতে দেশে এযাবত্কালের সর্বোচ্চ আট কেজি ৩০০ গ্রাম সলিড কোকেনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আফ্রিকার দেশ মালাউইয়ের নাগরিক নোমথেনডাজো তাওয়েরা সোকোকে (৩৫) কোকেনের এ চালানসহ  গ্রেফতার করা হয়। নোমথেনডাজো তাওয়েরা সোকো গ্রেফতার হওয়া ঐ গার্মেন্টস ব্যবসায়ীর অফার লেটারে এ দেশে এসেছিল। ২০২৩ সালেও তার অফার লেটারে এসেছিল নোমথেনডাজো তাওয়েরা সোকো। গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার অন্তরালে ভয়ংকর মাদক বাংলাদেশে অহরহ আসছে। বাংলাদেশকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাদক চক্র। এই ধরনের বড় বড় মাদকের চালান পাচারের সঙ্গে দেশের এক শ্রেণির শক্তিধর ব্যক্তির নামও পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও কাস্টমসের এক শ্রেণির কর্মকর্তারাও এটার সঙ্গে জড়িত। ব্যবসার অন্তরালে এক শ্রেণির ব্যবসায়ী মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশে কোকেনের ইউজার কম। তবে আস্তে আস্তে বাড়ছে। মাদকগুলোর মধ্যে বাংলাদেশে ইয়াবার ব্যবহার সর্বাধিক। দেশের অপরাধ বিশেষজ্ঞরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। মাদক ব্যবসায় দলীয় অনেক প্রভাবশালী মানুষ আছে। দলীয় এমনো লোক আছেন যাদের কোনো মিল, কলকারখানা ও ব্যবসা নেই। অথচ তারা এখন শত শত কোটি টাকার মালিক। এক সময় তাদের পরিবার অন্য লোকের ব্যবসা প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করত। তাদের এই উত্থানের পেছনে এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের মূল ব্যবসা হলো মাদক ব্যবসা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, শত কোটি টাকার কোকেন চালানের সঙ্গে বাংলাদেশি যে ব্যবসায়ী জড়িত ছিলেন, তাকে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে এর রিং লিডারদের শনাক্ত করা হয়েছে। দুই একদিনের মধ্যে তাদের নাম প্রকাশ করা হবে।
Published on: 2024-01-27 22:15:19.208492 +0100 CET

------------ Previous News ------------