ইত্তেফাক
সূচকের বড় উত্থান শেয়ার বাজারে, বেড়েছে লেনদেনও

সূচকের বড় উত্থান শেয়ার বাজারে, বেড়েছে লেনদেনও

*অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ায় গতকাল মঙ্গলবার দেশের শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।* বাজারসংশ্লিষ্টরা বলেছেন, সূচকের এই বড় উত্থানে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় বছর পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোরপ্রাইস প্রত্যাহার করলে গত সপ্তাহে বিক্রয় চাপে সূচকের বড় পতন হয়। বাজার মূলধন কমে ৩৩ হাজার কোটি টাকার বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ গতকাল ইত্তেফাককে বলেন, বাজারে সূচকের উত্থান-পতন হবেই। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। মূল ফোকাস হলো লেনদেন। বাজার স্থিতিশীল হতে হলে কমপক্ষে এই বাজারে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হতে হবে। দেড় হাজার কোটি টাকা লেনদেন হলে আরও ভালো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সপ্তাহে সূচকের বড় পতন হয়েছিল মূলত: ফান্ডামেন্টালি দুর্বল এমন কোম্পানির দর কমায়। আবু আহমেদ বলেন, আশার কথা হলো, বাজারে কিন্তু ঠিকই ভালো কোম্পানির শেয়ার দর বাড়ছে। ডিএসই তথ্য বলছে, গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২.৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৪১ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।
Published on: 2024-01-30 22:17:47.573854 +0100 CET

------------ Previous News ------------