ইত্তেফাক
টানা ছয় কার্যদিবস দরপতন শেয়ার বাজারে

টানা ছয় কার্যদিবস দরপতন শেয়ার বাজারে

*দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবারও মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস সূচক কমল ডিএসইতে। সূচকের পাশাপাশি গতকাল এই বাজারে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।* বাজার-সংশ্লিষ্টরা বলেছেন, দুর্বল কোম্পানিগুলোকে ‘জেড’ গ্রুপে স্থানান্তর নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের বিভ্রান্তি ছড়িয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বাজার নিয়ে নানা ধরনের কথা লেখা হয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৪.২৫ পয়েন্ট কমে ৬২৫৮.৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্যসূচক ২.০০ পয়েন্ট বেড়ে ২১৩১.২৮ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৭.৫১ পয়েন্ট কমে ১৩৬১.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১০৪ কোটি ১৫ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের ৩৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে আফতাব অটোমোবাইল, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং জেমিনি সি ফুড। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৯ কোটি ১৩ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।
Published on: 2024-02-19 22:14:26.74403 +0100 CET

------------ Previous News ------------