ইত্তেফাক
নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে কিছু ইস্যুতে একসঙ্গে কাজ করতে চাই: পিটার হাস

নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে কিছু ইস্যুতে একসঙ্গে কাজ করতে চাই: পিটার হাস

*বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে আবারও মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে বাংলাদেশের সঙ্গে জলবায়ুসহ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় ভলে জানিয়েছেন তিনি।* রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। সাবের হোসেন চৌধুরী বলেন, কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে।
Published on: 2024-02-04 12:23:15.440051 +0100 CET

------------ Previous News ------------