ইত্তেফাক
নিহত ৩৮ জনের পরিচয় মিলেছে, ২৯ লাশ হস্তান্তর

নিহত ৩৮ জনের পরিচয় মিলেছে, ২৯ লাশ হস্তান্তর

*বেইলি রোডের আগুনে নিহত ৪৪ লাশের মধ্যে ৩৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তফা আবদুল্লাহ আল নূর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।* তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি থেকে ২৯ জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয় অজ্ঞাত লাশের বিষয়ে তিনি বলেন, 'এর মধ্যে পাঁচ জনের লাশ এখনো কেউ দাবি করেনি। তাদের চেহারা বোঝা যাচ্ছে। তবে একটি লাশ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। সেই লাশটি ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর করা সম্ভব হবে না।' অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক হাসপাতালের হেল্প ডেস্কে নিযুক্ত এই কর্মকর্তা বলেন, 'পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে তাৎক্ষণিকভাবে হস্তান্তর করা হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।' উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে 'ক্রাইম সিন' ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট আছে বলে জানা গেছে।
Published on: 2024-03-01 05:44:27.026944 +0100 CET

------------ Previous News ------------