ইত্তেফাক
বাংলাদেশে আবারও ঢুকে পড়েছে ২৯ বিজিপি সদস্য

বাংলাদেশে আবারও ঢুকে পড়েছে ২৯ বিজিপি সদস্য

*মিয়ানমারের ভেতরে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে আবারও পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সিমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য। আজ সোমবার তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।* জানা গেছে, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের আশারতলি এলাকার নুরুল আলম কোম্পানির লেবু বাগানে মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৯ বিজিপি সদস্য আশ্রয় নেয়। পরে তাদের ও তাদের কাছে থাকা অস্ত্র নিজেদের হেফাজতে নেয় ১১-বিজিবির সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশে আশ্রয় নেওয়া এ বিজিপি সদস্যদের প্রাথমিকভাবে ওই লেবু বাগাবেই রাখা হয়েছে। পরবর্তীতে তাদের কোথায় রাখা হবে এ বিষয়ে বিকেলে জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের বারের মতো তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Published on: 2024-03-11 10:15:24.176287 +0100 CET

------------ Previous News ------------