ইত্তেফাক
মিয়ানমার সীমান্ত দিয়ে জান্তার আরও ১৭৯ সদস্য ঢুকলো বাংলাদেশে

মিয়ানমার সীমান্ত দিয়ে জান্তার আরও ১৭৯ সদস্য ঢুকলো বাংলাদেশে

*প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও দেড়শতাধিক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সোমবার সকালে ২৯ জন আসার পরে বিকাল পর্যন্ত বাকিরা এদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) ১৭৯ জন জান্তা সেনা প্রবেশের ঘটনা ঘটলো। একইদিন রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।* তাতে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। এর আগে সকালে ২৯ জন দেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বর্তমানে প্রবেশ করা সেনারা বিজিবির হেফাজতে রয়েছেন। এদিকে গেল মাসে জান্তা বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৩০ জন সেনা বাংলাদেশে প্রবেশ করে। পরে কক্সবাজার নৌপথে দেশটির সরকার তাদেরকে ফেরত নিয়ে যায়।
Published on: 2024-03-11 18:39:00.035179 +0100 CET

------------ Previous News ------------