ইত্তেফাক
সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৪, একই পরিবারের তিনজন

সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৪, একই পরিবারের তিনজন

*সিলেটের জৈন্তাপুরে লেগুনা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।* সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্তে পল্লীবিদ্যুৎ সমিতির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পত্র (৩৫) এবং পুশ পাত্রের ৫ মাসের শিশু সন্তান। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের শিশু মেয়ে ও লেগুনা চা লকসহ অন্যান্যরা। স্থানীয়রা জানিয়েছেন, দরবস্ত থেকে হরিপুর অভিমুখে গরুবোঝাই পিকআপের সঙ্গে চিকনাগুল থেকে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে জৈন্তাপুর হাসপাতালে আহত এক শিশু এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর একজন প্রাণ হারান। এক শিশুসহ আহত হন আরও ৭ জন। স্থানীয় সাংবাদিক নাজমুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, পুশ পাত্রের পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ( বেল া ২টা পর্যন্ত) সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন, আমার ইউনিয়নের লব পত্রের পরিবারের সকল সদস্য দুর্ঘটনায় পতিত হয়। এতে ৩ জন ঘটনাস্থলে মারা যান।
Published on: 2024-03-18 11:28:55.285841 +0100 CET

------------ Previous News ------------