ইত্তেফাক
চার ঘন্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, তদন্ত কমিটি গঠন

চার ঘন্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, তদন্ত কমিটি গঠন

*বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চা র ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চা র সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে এবং ক‌মি‌টিকে সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে।* সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। রাত সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ। তিনি ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে। শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌বেন। তি‌নি আরো ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কিনা বা কি কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না। এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকায় যাওয়ার সময় এক‌টি বগির চা র‌টি চা কা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চা কা অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Published on: 2024-03-19 04:25:05.651892 +0100 CET

------------ Previous News ------------