ইত্তেফাক
মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে: জিএম কাদের

মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে: জিএম কাদের

*জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বলেছেন, এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়। কাউকে কথা বলতে দেওয়া হয় না। ধীরে ধীরে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে।* মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‌‘মুক্তযুদ্ধের চেতনা নিয়ে সরকার ব্যবসা করছে’ মন্তব্য করে তিনি বলেন, এখন ব্যাংক থেকে হিসাবহীনভাবে টাকা লুট হচ্ছে। সুশাসনের অভাবের কারণে কোনো জবাবদিহিতা নেই। মানুষের কথা শোনার প্রয়োজন সরকারের নেই। ‘যেভাবে আইনকানুন করে বাধা দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশ ে কোনো রাজনৈতিক দল টিকবে না’ বলে মন্তব্য করে তিনি বলেন, দেশ একটি ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে ডুবিয়ে কেউ ভালো থাকতে পারবে না। সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত দেশ চা ই, বৈষম্যমুক্ত সমাজ চা ই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে।’
Published on: 2024-03-26 15:02:55.437135 +0100 CET

------------ Previous News ------------