ইত্তেফাক
‘অপরিশোধিত চিনির ৮০ শতাংশই রক্ষা করা সম্ভব হয়েছে’

‘অপরিশোধিত চিনির ৮০ শতাংশই রক্ষা করা সম্ভব হয়েছে’

*চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলের গুদামে থাকা অপরিশোধিত চিনির ৮০ শতাংশই রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।* বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। জেনারেল মাইন উদ্দিন বলেন, এখানে এক লাখ ১৬ হাজার মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি ছিল। যেখান থেকে সুগার তৈরি করা হয় তার ৮০ শতাংশ আমরা রক্ষা করতে পেরেছি। তিনি আরও জানান, গত ৪ মার্চ আগুন লাগলে ওইদিন রাত সাড়ে ১০টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করি। এখনও আগুন অল্প অল্প জ্বলছে। আমরা মনে করছি, আজকের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে না পারলেও ছোট ছোট পকেট হয়তো থাকতে পারে, কিন্তু আগুন নির্বাপণই আমরা ধরে নেব। এর আগে গত সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ চিনিকলে আগুন লাগে। রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিশোধিত ও অপরিশোধিত এক লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই চিনিকলে।
Published on: 2024-03-07 12:09:48.807233 +0100 CET

------------ Previous News ------------