ইত্তেফাক
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী যারা

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী যারা

*আজ (৯ মার্চ) ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ১২৮টি কেন্দ্রে চলবে এ ভোট গ্রহণ। ৯৯০ কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।* মেয়র পদে পাঁচ জন, ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন নির্বাচন করছেন। তবে ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. ফরহাদ আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ জিমনেশিয়াম থেকে ইভিএম বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হয়। মেয়র প্রার্থীরা হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু (ঘড়ি), ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু (হাতি), ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া), কৃষিবিদ ড. রেজাউল হক রেজা (হরিণ) ও জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)। ময়মনসিংহ সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ওয়ার্ডে মোবাইল ফোর্স ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা বলেন, ১২৮টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোটারদের নিরাপদে ভোট প্রদানে পুলিশ, এপিবিএন, বিজিবি, আনসার, স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রপ্রতি নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স। এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন এবং সাধারণ কেন্দ্রে নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত থাকবে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে র্যাবের ১৭টি টিম এবং সাত প্লাটুন বিজিবি থাকবে। ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস
Published on: 2024-03-08 20:10:52.322375 +0100 CET

------------ Previous News ------------