ইত্তেফাক
নির্বাচনে ১৮ ঘটনায় ৫৩ জন গ্রেপ্তার: সিইসি

নির্বাচনে ১৮ ঘটনায় ৫৩ জন গ্রেপ্তার: সিইসি

*ময়মনসিংহ, কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৯ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে* *তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি।* তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিইসি বলেন, সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে তা শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে’ উল্লেখ করে সিইসি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে প্রভাব খাটানো হয়েছে কিংবা হস্তক্ষেপ করা হয়েছেে—এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে কেন্দ্রের বাইরে উত্তেজনার খবর পেয়েছি। কিন্তু কেন্দ্রের ভেতরে এর কোনো প্রভাব পড়েনি।’ নির্বাচন কমিশনার মো. আলমগীরও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম, তা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে—বাংলাদেশের প্রেক্ষাপটে তা কিছুটা হয়ে থাকে। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে।’
Published on: 2024-03-09 12:59:12.677099 +0100 CET

------------ Previous News ------------