গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৯ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৫৫ জন। এ নিয়ে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জনে।
মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৫৫ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৬১৭ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা এক হাজার ৯৩৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৯ জন ঢাকার এবং বাকি চারজন রাজধানীর বাইরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ হাজার ৪৬০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন। পাশাপাশি এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৯ হাজার ৬৮ জন। যাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৩২ হাজার ৯৯১ জন।
দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০০০ সালে। এরপর থেকে প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
Published on: 2023-10-10 17:13:15.46768 +0200 CEST
------------ Previous News ------------