দৈনিক জনকণ্ঠ
ভৈরবে ট্রেন দুর্ঘটনা : বেড়েই চলছে নিহতের সংখ্যা

ভৈরবে ট্রেন দুর্ঘটনা : বেড়েই চলছে নিহতের সংখ্যা

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল তিনটার দিকের ভয়াবহ ওই দুর্ঘটনায় এখনো বহু যাত্রী ট্রেনের বগির ভেতরে আটকা পড়েছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে ফায়ার সার্ভিস। বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে দুর্ঘটনার পরই আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। খবর পেয়ে দ্রুত ছুটে যায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম। সবাই ট্রেনের বগির ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে নিয়ে আসছেন। সময় যতই গড়াচ্ছে মরদেহের সংখ্যা ততই বাড়ছে। আটকেপড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর আহত ও হতাহতদের স্বজনদের চিৎকারে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিখোঁজ স্বজনদের পেতে বহু মানুষ ছুটে এসেছেন। প্রিয় স্বজনের খোঁজে হাসপাতাল থেকে শুরু করে দুর্ঘটনাস্থলে ছুটছেন অনেকে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে তা জানা যায়নি। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।
Published on: 2023-10-23 16:06:44.021137 +0200 CEST