দৈনিক জনকণ্ঠ
উপকূলে সতর্কতা ॥ ঘূর্ণিঝড় হামুন

উপকূলে সতর্কতা ॥ ঘূর্ণিঝড় হামুন

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ কিছুটা দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মঙ্গলবার রাতেই উপকূলে আঘাত হানতে শুরু করে। মঙ্গলবার রাত ৮টার পর এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল স্পর্শ করে। এ সময় উপকূলীয় এলাকায় ৩ থেকে ৪ ফুট জলোচ্ছ্বাস হয়। ঘুর্ণিঝড় মোবাবিলায় সরকার পর্যাপ্ত প্রস্তুতি নেয়। রাত ৮টার মধ্যে উপকূলীয় ১০টি জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  জেলাগুলোতে  স্বেচ্ছাসেবক দল মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়। এমনকি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তিন বাহিনীও প্রস্তুত থাকে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করা হয়। গবাদিপশুর জন্যও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখা হয়। ‘হামুন’ বিকেল ৩টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১২) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে ‘ রেড অ্যালার্ট-থ্রি’ জারি করা হয়। এরই মধ্যে বন্দরের  জেটিতে কনটেনার ও পণ্য খালাসে থাকা জাহাজগুলোকে পাঠিয়ে  দেওয়া হয়েছে বহির্নোঙরে। খালি করা হয়েছে সবগুলো জেটি। বন্ধ রয়েছে বন্দরের সব ধরনের কার্যক্রম। বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় হামুন  মোকাবিলায় স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি সভা করে চট্টগ্রাম বন্দরের পক্ষ  থেকে সব ধরনের প্রস্তুতি  নেওয়া হয়েছে। জারি করা হয়েছে অ্যালার্ট-থ্রি।  জেনারেল কার্গো বার্থ, এনসিটি, সিসিটিতে সবগুলো জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে  দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের অপারেশন। পরবর্তী  ঘোষণা না দেওয়া পর্যন্ত বহির্নোঙরে পণ্য খালাসও বন্ধ রয়েছে। বন্দর সচিব বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জলোচ্ছ্বাসে জাহাজ, হ্যান্ডলিং ইক্যুপমেন্ট, আমদানি-রপ্তানি পণ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়  সেজন্য সব ধরনের পদক্ষেপ  নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.  মো. এনামুর রহমান সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল  থেকে ১০টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। তবে শেষ মুহূর্তে এটি গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।  সে কারণে মঙ্গলবার রাত ৮টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০  জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে  নেওয়ার নির্দেশ  দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভাশেষে তিনি এ কথা বলেন। পটুয়াখালী,  ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী,  নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এই ১০  জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়। ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে বরিশাল ও চট্টগ্রামের দিকে এগিয়ে আসে। এর বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত  রেকর্ড করা হয়। এ অবস্থায় আবহাওয়া দপ্তর ৭ নম্বর বিপদ সংকেত  দেয়। এসওডি (দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী) অনুযায়ী ৭ নম্বর বিপদ সংকেত দিলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে  নেওয়ার সিদ্ধান্ত  দেওয়া আছে।  সেই অনুযায়ী, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাঠ প্রশাসন ও আমাদের  স্বেচ্ছাসেবকরা দুর্গত  লোকদের আশ্রয়  কেন্দ্রে  নেবেন। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্রটা বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি আজকে মঙ্গলবার রাত ১০টা থেকে কাল সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এ জন্য নির্দেশনা দেওয়া হয়েছে রাত ৮টার মধ্যে  যেন সব ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়  কেন্দ্রে আনা হয়। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তত করেছি। আশ্রয়কেন্দ্রেগুলোতে অর্থ বরাদ্দ  দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক  জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল বরাদ্দ দিয়েছি।  গো ও শিশু খাদ্যের জন্য এক  কোটি টাকা করে মোট দুই  কোটি টাকা বরাদ্দ দিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ে উপকূলীয়  জেলাগুলোতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। হামুনের গতিপথ গতবছরের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মতো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। গবাদিপশুকেও আমরাও সরিয়ে আনার নির্দেশনা দিয়েছি।  মেডিক্যাল টিমও প্রস্তুত রয়েছে। বরিশাল থেকে চট্টগ্রামের মধ্যদিয়ে এটি অতিক্রম করবে। এর  কেন্দ্র বা  চোখ বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের মধ্যদিয়ে যাবে। ‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিও আমরা  মোকাবিলা করতে পারব। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দেশের সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন  অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক  মো. সাহাদাত  হোসাইন। কক্সবাজার॥ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে স্বাভাবিকের চেয়ে উত্তাল হয়ে উঠেছে সাগর। কক্সবাজারে থেমে থেমে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে ভারি বৃষ্টিপাত হয়েছে। উত্তাল সাগর তীরে পর্যটকের আনাগোনা রয়েছে। পর্যটকদের সাগরে না নামতে মাইকিং করা হলেও তা মানছে না অনেকে। বরিশাল ॥ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এ অবস্থায় দক্ষিণাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগের নদ-নদীতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। খুলনা ॥ স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে তিন লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এ ছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে। কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। ভোলা ॥ নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাব উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়া নদী এখনো শান্ত রয়েছে। তবে দুপুরের পর থেকে মেঘনা নদীর ঢেউ বাড়ছে। ঝড়ের সতর্ক সংকেত বৃদ্ধি হওয়ায় চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ে আসার জন্য নদীর তীরবর্তী এলাকায় স্বেচ্ছাসেবীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। পিরোজপুর ॥ নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, পিরোজপুরে মঙ্গলবার সকাল থেকেই হামুনের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য প্রশাসন ও রেড ক্রিসেন্ট কর্মীরা বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে। দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সাতক্ষীরায় ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পটুয়াখালী  ॥ নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাব নেই পটুয়াখালীর উপকূলে। সকালে হাল্কা বৃষ্টি হলেও কোন ঝড়ো হাওয়া ছিল না। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এ দিকে হামুন আঘাত হানার আশঙ্কায় পটুয়াখালীতে দুর্যোগ প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পটুয়াখালীতে ৭০৩টি আশ্রয়ণ কেন্দ্র আর ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। মোংলা ॥ নিজস্ব সংবাদদাতা মোংলা থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। হামুনের প্রভাবে মঙ্গলবার ভোর থেকেই মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশের মেঘাচ্ছন্নতায় চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই এ এলাকায় হাল্কা বাতাস বয়ে গেলেও বৃষ্টি নেই তেমন একটা। ভোরে সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি ঝরেছে। ঝালকাঠি ॥ নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলায় ৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ৩৭টি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনসহ ৯টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। বাগেরহাট  ॥ নিজস্ব সংবাদাতা মোরেলগঞ্জ থেকে জানান, উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর তীরবর্তী বাসিন্দারা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন আতঙ্কে নতুন করে ভাঙনের মুখে পড়েেেছ ফেরিঘাট সংলগ্ন ১ কি.মি পাকা রাস্তাসহ প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কাঁচা পাকা রাস্তাঘাট। নিজস্ব সংবাদদাতা শরণখোলা থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সোমবার রাত থেকে শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। স্থানীয় বলেশ্বর নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালী ॥ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, ঘূর্ণিঝড় ‘হামুন’, সাত নম্বর বিপদ সংকেত-এমন খবরে পায়রা বন্দরসহ কলাপাড়া গোটা উপকূলে বিরাজ করছে আতঙ্ক। হামুনের প্রভাবে সোমবার বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে মৃদু দমকা হওয়া বইছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। বরগুনা ॥ নিজস্ব সংবাদদাতা থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে বরগুনায় প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জানা গেছে, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভায় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি এড়াতে বরগুনা জেলার ৬৪২টি আশ্রয় কেন্দ্র তিনটি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। লক্ষ্মীপুর  ॥ নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে প্রবল ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর বর্তমানে ৭নং মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। বরগুনা ॥ তালতলী থেকে সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় দেশের সর্ব দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপজেলা প্রশাসনসহ সরকারি- বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিজস্ব সংবাদদাতা আমতলী থেকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে গুমোট আবহাওয়া বিরাজ ও রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারা দিনে সূর্যের আলো দেখা মেলেনি।
Published on: 2023-10-24 19:40:57.735477 +0200 CEST