দৈনিক জনকণ্ঠ
জামায়াতের নেতাকর্মীরা জড়ো হলে নেওয়া হবে ব্যবস্থা

জামায়াতের নেতাকর্মীরা জড়ো হলে নেওয়া হবে ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হলে আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের পরিস্থিতি পরিদর্শনে গেলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আসাদুজ্জামান বলেন, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের নেতাকর্মীরা জড়ো হলে প্রচলিত আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চাইলেও তা পায়নি জামায়াতে ইসলামী। অনুমতি না পেলেও এক বিবৃতি জামায়াত জানিয়েছে, যেভাবেই হোক তারা সমাবেশ করবে।
Published on: 2023-10-28 08:01:15.387219 +0200 CEST