বিএনপি-জামায়াতের চতুর্থ দফা অবরোধের আগের রাতেই রাজধানীর গাবতলী ও নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিসংযোগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনেবাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এর ১০ মিনিট পর রাত ৮.৩৫ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান তিনি।
Published on: 2023-11-11 16:25:45.80968 +0100 CET
------------ Previous News ------------