দেশবাসীকে সেবা করার সুযোগ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা এসেছে, এই নৌকাতে ভোট দিলেই হবে স্মার্ট বাংলাদেশ।
সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমার একটাই লক্ষ্য এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ক্ষমতায় এসেছি। গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। আমি এদেশের মানুষের ভাগ্য গড়ে দিতে চাই। বাংলার মানুষ আমাকে আপন করে নিয়েছে, আমি তাদের উন্নয়ন করে যেতে চাই। এখনকার বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, অবহেলার বাংলাদেশ নয়।’
শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে খুলনার শিল্প-কলকারখানা, মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও মোংলা বন্দর চালু করেছে। পদ্মা সেতু করেছে, মোংলা পর্যন্ত রেললাইন গেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের উন্নয়ন হয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা করি উন্নয়ন আর বিএনপি-জামায়াত সব ধ্বংস করে দেয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা। আপনারা দেখেছেন, গত ২৮ তারিখে তারা পিটিয়ে আর কুপিয়ে হত্যা করেছে একজন পুলিশকে। আরও ৪৫ জন আহত হয়েছে। সাংবাদিকদেরও তারা ছাড় দেয়নি। সাংবাদিকদেরও পিটিয়েছে। এমনকি হাসপাতালে হামলা চালিয়ে অসংখ্য অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। রাজারবাগ পুলিশ স্টেশনে ঢুকে হাসপাতালে আক্রমণ করেছে। কয়েকটা অ্যাম্বুলেন্স ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে। যা তারা শুরু করেছিল ২০১৩ সালে। হাজার হাজার মানুষকে সেসময় তারা পুড়িয়ে মেরেছিল।’
তিনি বলেন, ‘ইসরায়েল যেমন ফিলিস্তিনে হাসপাতাল এমনকি বাড়িতে বাড়িতে ঢুকে আগুনে মানুষ পুড়িয়ে মারছে, বিএনপিও তেমনি করছে। আগুনে পুড়িয়ে মানুষ মারা এই শিক্ষা ইসরায়েলের কাছ থেকে শিখেছে বিএনপি।’
খুলনাবাসীকে আরো উন্নয়ন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খুলনা ও এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। তারপরও আজ যেগুলো উদ্বোধন করা হলো সেগুলো খুলনাবাসীর জন্য উপহার। সামনে এই অঞ্চলের মানুষের জন্য আরো উন্নয়ন করবো আমরা।’
Published on: 2023-11-13 15:52:25.270864 +0100 CET
------------ Previous News ------------