উপকূলীয় এলাকার গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর কলাপাড়ার কাছাকাছি দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হয়েছে।
বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কলাপাড়ায় সারাদিন টানা বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যায়। উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ আতঙ্ক সৃষ্টি করে জনমনে।
স্থানীয় কৃষক নাদের আলি বলেন, আর কয়েকদিন পরেই ইচ্ছে ছিল ধান কাটার। কিন্তু ঝড়ের কবলে পড়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এভাবে ঝড়ের কবলে পড়তে হবে ভাবিনি।
Published on: 2023-11-17 13:28:14.703557 +0100 CET
------------ Previous News ------------