দৈনিক জনকণ্ঠ
জননিরাপত্তায় র‍্যাবের ৪৬০ টহল দল

জননিরাপত্তায় র‍্যাবের ৪৬০ টহল দল

আজ রবিবার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চলমান হরতালে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া রাজধানীরসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
Published on: 2023-11-19 06:33:39.637725 +0100 CET